নদিয়া: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল (BJP Internal Chaos)। নদিয়া বিজেপি জেলা সভাপতির (Nadia BJP district president) বিরুদ্ধে মামলা দায়ের দলের নেতার। জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেন নদিয়ার উত্তর বিজেপির কিষান মোর্চার প্রাক্তন সহ-সভাপতি লালমোহন ঘোষ। এই ঘটনায় ফের বিজেপির গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এল।
লালমোহনের অভিযোগ, লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) বিজেপির পরাজয়ের পর দলের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। সংবাদ মাধ্যমে সেই খবর জানার পর ঘটনার সত্যতা জানতে তিনি অনুগামীদের নিয়ে কৃষ্ণনগরের জেলা পার্টি অফিসে যান। অভিযোগ সেখানে উপস্থিত বিজেপি নেতা তারক চ্যাটার্জীর কাছে ঘটনার সত্যতা জানতে চান। সেই সময় তারক চ্যাটার্জী অর্জুন বিশ্বাসকে ফোন করে বিষয়টি বলেন। অভিযোগ অর্জুন বিশ্বাস তারক চ্যাটার্জিকে ফোনে নির্দেশ দেয় লালমোহন ঘোষ সহ অন্যান্যদের গুলি করে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। এরপরেই অর্জুন বিশ্বাসের নির্দেশে তারক চ্যাটার্জি সহ অন্যান্য উপস্থিত নেতারা তাদের উপর হামলা চালায় এবং মহিলাদের শ্লীলতাহানি করে অভিযোগ। তারা কোন রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন। এরই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালমোহন।
আরও পড়ুন: বিবাদী বাগের পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকেলর ৬টি ইঞ্জিন
উল্লেখ্য, নির্বাচনের পরাজয়ের পর বিজেপি প্রার্থী অমৃতা রায় (Amrita Roy) হারতেই একে ওপরের বিরুদ্ধে দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। অমৃতা রায় দলের নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলেছিলেন। এরপর বিজেপির একাংশের কর্মীরা বিজেপির পার্টি অফিসের তালা লাগিয়ে দেয় এবং বিক্ষোভ দেখান এবং অর্জুন বিশ্বাসের পদত্যাগের দাবি করেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন বিশ্বাস। জেলার বিজেপির বিজেপি নেতা–কর্মীদের অভিযোগ, নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছে।
অন্য খবর দেখুন