কলকাতা: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার (Kanchanjunga Express Accident) প্রেক্ষিতে রেলের অব্যবস্থার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বলেন, রেল তার অতীতের মাধুর্য হারিয়েছে। ভারতীয় রেল এখন চূড়ান্ত অবহেলার শিকার। তাঁর দাবি, তিনি রেলমন্ত্রী থাকাকালীন দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করেন। কিন্তু আজ পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলিতে তা লাগানো হয়নি। তাঁর অভিযোগ, ভারতীয় রেল এখন অনাথ হয়ে গিয়েছে।
মমতা এদিন সকাল থেকে বিমানে উত্তরবঙ্গ যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানবন্দর সূত্রে তাঁকে জানানো হয়, বিকেলের আগে উত্তরবঙ্গের বিমান পাওয়া যাবে না। তিনি বিমানবন্দরে বলেন, এখানকার সব বিমান তুলে নেওয়া হয়েছে। বিমানের এত দুর্দশা, আমার জানা ছিল না। তিনি বিকেলের যাত্রীবাহী বিমানে বাগডোগরা রওনা দেন। একই বিমানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Govornor C V Ananda Bose)ও বাগডোগরা যান। সোমবার দুপুরেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)।
আরও পড়ুন: মালগাড়ির চালক সিগন্যাল উপেক্ষা করায় দুর্ঘটনা, প্রাথমিক দাবি রেলের
মমতার অভিযোগ, দূরপাল্লার ট্রেনে এখন যাত্রীদের জন্য যে বেডরোল দেওয়া হয়, তা অত্যন্ত নিম্নমানের। ছেঁড়া কম্বল, বালিশের ওয়াড় ছেঁড়া, এমন নানা অভিযোগ তাঁকে যাত্রীদের কাছ থেকে শুনতে হয়। তিনি বলেন, দুর্ঘটনা হতেই পারে। সেটা কারও হাতে থাকে না। কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা, সেগুলি করা হয় না।
দেখুন ভিডিও