শিলিগুড়ি: টানা বৃষ্টি চলছে পাহাড়ে। সোমবার সেবকে ধস নামে। শিলিগুড়ি (Silliguri) থেকে কালিম্পংগামী (Kalimpong) একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে। দ্রুত গাড়ি থেকে নেমে আসেন যাত্রীরা। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানও সম্ভব হয়। ধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।
সোমবার সেবক আউটপোস্টের কাছে বাঘপুল এলাকায় ১০নম্বর জাতীয় সড়কে নামে ধস। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি বাঘপুলের কাছে পৌঁছতেই পাহাড় থেকে আচমকা ধস নেমে আসে। ধস পড়তে দেখেই দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন সমস্ত নিত্যযাত্রী। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের জেরে বন্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ। চলছে ধস সরানোর কাজ। গাড়িটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের মেঘ বাংলার আকাশে, জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
এর আগে এবার সেবকে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কয়েকদিন পর তা খুলে যায়। এদিকে পাহাড় ও তিস্তা নদীর গায়ে থাকা তিস্তাবাজার এলাকা, রম্ভি, কালিঝোরার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিস্তা আপাতত কিছুটা শান্ত হলেও, তার ভয়াবহ রূপ দেখার পর রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের।
দেখুন অন্য খবর