পশ্চিম বর্ধমান: স্বামী-স্ত্রী’র মধ্যে ঘরোয়া ঝামেলা ও অশান্তি। সেই থেকেই মর্মান্তিক পরিণতি। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থেকে উদ্ধার হল স্বামীর গলা কাটা দেহ উদ্ধার। খুনের পর থানায় আত্মসমর্পন করলেন স্ত্রী। সূত্রের খবর, কাঁকসা রাজবাঁধের ক্যানেল পার এলাকায় উদ্ধার হয় চুনা কোড়া নামে এক বছর ৫০-এর ব্যক্তির মৃতদেহ। যদিও দেহ উদ্ধার হওয়ার আগে কাঁকসা থানায় যে ঘটনা ঘটে, তা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। কারণ স্বামীকে খুন করে থানায় এসে নিজেই আত্মসমর্পন করেন স্ত্রী। তাহলে চলুন, ঘটনাটি একটু বিস্তারে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: শীতের আমেজে ফের ব্যাঘাত, জেনে নিন আবহাওয়ার আপডেট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কাঁকসা থানায় গিয়ে স্বামীকে খুনের অপরাধে আত্মসমর্পণ আম্বু কোড়া নামের এক মধ্যবয়স্কা মহিলা। তিনি পুলিশকে জানান, বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকত। গতকাল ও তেমনটাই হয়েছিল। তারপর আজ সকালে আম্বু কোড়া কাঁকসা থানায় গিয়ে স্বামীকে হত্যা করেছে বলে আত্মসমর্পণ করেন। এরপর ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন কাঁকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল। কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
দেখুন আরও খবর: