মালদা: ফের রোগী মৃত্যুর অভিযোগ। ভুল চিকিৎসার জেরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিকচক গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শফিকুল ইসলাম(৩৫)। মানিকচক থানার বড়বাগান এলাকার দক্ষিণতরাবালি টোলার বাসিন্দা।
আরও পড়ুন: তরুণী স্বাস্থ্য আধিকারিককে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার ১
সূত্রের খবর, বুধবার ভোর নাগাদ সামান্য জ্বর নিয়ে গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় শফিকুল। হাসপাতালে ওই মুহূর্তে ছিলেন কর্তব্যরত দুজন চিকিৎসক। পরিবার সূত্রে জানা গিয়েছ, মঙ্গলবার কাঁপুনি দিয়ে জ্বর আসে মৃত যুবকের। হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসক ইচ্ছে করি মেরে ফেলেছেন। এরপরেই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের সদস্যেরা অভিযোগ তোলেন। ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
তারপর শুরু হয় বচসা ও হাতাহাতি। কর্তব্যরত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। অভিযোগ ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে হাসপাতাল চত্বরে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও খবর দেখুন: