Placeholder canvas
Homeবিনোদনমহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব পায়েল ঘোষের

মহম্মদ সামিকে বিয়ের প্রস্তাব পায়েল ঘোষের

এই নিয়ে শুরু নানা গুঞ্জন

মুম্বই: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকে (Mohammad Shami) এবার বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh)। শ্রীলঙ্কা ম্যাচের পর তাঁকে বিয়ের প্রস্তাব দেন তিনি। তবে এরজন্য তিনি সামিকে ‘ইংরাজি’ শেখার পরামর্শ দিয়েছেন।

এরপর অভিনেত্রী তাঁর এক্স হ্যান্ডেলে অপর একটি পোস্ট করেছেন। তিনি সামিকে বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে দেশের হিরো হওয়ার পরামর্শ দিয়েছেন। এশিয়া কাপে সুযোগ পাননি, অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেছেন। এবার বিশ্বকাপে বিধ্বংসী মেজাজে রয়েছেন সামি।

আরও পড়ুন: ‘উরির’ পর উর্দিতে ফের একবার পর্দায় ভিকি 

অভিনেত্রী পায়েল ঘোষ রাজনীতিক। শুধু তাই নয়, অতীতে একবার বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগও এনেছিলেন এই বাঙালি অভিনেত্রী। সেই নায়িকারই এবার মন মজেছে শামিতে।

প্রসঙ্গত, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটা ছবি করে ফেলেছেন এই বঙ্গকন্যা। পায়েল ঘোষের ছবির তালিকায় ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’র মতো একাধিক নাম রয়েছে। এদিকে, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে এখনও বিচ্ছেদ মামলা চলছে শামির।

অন্য খবর দেখুন:

Medinipur News | উৎসবের মরশুমে ফের পথ দুর্ঘটনা, মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের পথে উল্টে গেল বাস

RELATED ARTICLES

Most Popular

Recent Comments