মুম্বই: বুধবারের সকালটা যদি বিরাট কোহলি (Virat Khohli), শ্রেয়স আইয়ারের হয়ে থাকে, সেক্ষেত্রে শেষটা অবশ্যই কিন্তু মহম্মদ সামির। ঝোড়ো হাওয়ার মতো এসে, সাত উইকেট নিয়ে গড়লেন বহু রেকর্ড। ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রত্যক্ষ করল, এক স্মৃতিতে রেখে দেওয়ার মতো একটি ম্যাচ।
তবে সেমি-ফাইনাল ম্যাচের পাশাপাশি সামির উপর কড়া নজর রেখেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষও। যিনি কিছুদিন আগেই ‘শর্ত দিয়ে’ সামিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ! সেই পায়ে্লেরই কথা বলছি। পায়েল সংবাদ মাধ্যমে বলেন, ‘ভারতের জন্য, সামির জন্য প্রার্থনা করছিলাম। ও অনেক সহ্য করেছে। সব ভালোটুকু ওর প্রাপ্য। যে যে সাফল্য ও পাচ্ছে সবটুকু পাওয়ার অধিকার ওর আছে।’
আরও পড়ুন: সোনমের বাড়িতে নৈশ্যভোজ ‘বেকহ্যামে’র
মহম্মদ সামিকে একটি টুইটে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পায়েল। তিনি লিখেছিলেন, “যদি তুমি তোমার ইংরেজি শুধরে নাও সেক্ষেত্রে আমি তোমাকে বিয়ে করতে রাজি।” আর এই পোস্টই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হয়েছিল।
অন্য খবর দেখুন: