সন্দেশখালি: ফের অগ্নিগর্ভ সন্দেশখালি (Sandeshkhali Violence)। তৃণমূল নেতা শিবু হাজরার (Trinamool leader Shibu Hazra) পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আগুন লাগানো হয়েছে জেলা পরিষদ সদস্য শিবুর বাড়িতেও। বৃহস্পতিবারের পর শুক্রবারও পথে নামলেন মহিলারা। কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে মহিলারা দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁদের একটাই দাবি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু এবং তৃণমূলের আর এক জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে।
স্থানীয় সূত্রের খবর, শিবুর তিনটি ফার্ম জ্বালিয়ে দিয়েছে জনতা। ঘটনাস্থলে বসিরহাট জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। থানা ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন মহিলারা। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহিলারা ত্রিমোহনীতে থানার সামনে বসেছিলেন। পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। মহিলারা বলেন, আমরা এলাকায় শান্তি চাই। অশান্তি চাইলে আমরা বুধবারই অনেক কিছু করতে পারতাম।
আরও পড়ুন: নৌকাডুবি, রাতভর তল্লাশিতে উদ্ধার মহিলার দেহ, নিখোঁজ ৫
এদিকে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত অভিযোগ করেন, সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রামের লোকজনকে মদত দিচ্ছেন। উস্কানি রয়েছে বিজেপিরও। সিপিএম আবার জমি ফিরে পেতে চাইছে। দুই দলই নানা গুজব ছড়াচ্ছে। আমরা দলের লোকজনকে কোনও প্ররোচনায় পা দিতে নিষেধ করেছি। উত্তম সর্দার এবং শিবু হাজরা যদি অপরাধ করেন, তবে দল ব্যবস্থা নেবে। তৃণমূল নেতা শিবু হাজরা বৃহস্পতিবারই প্রাক্তন সিপিএম বিধায়ক-সহ ১১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
গত বুধবার তৃণমূল এলাকায় মিছিল করে। গ্রামবাসীর অভিযোগ, ওই মিছিলে প্রচুর বহিরাগত লোক ছিল, ছিল বিশাল বাইক বাহিনী। তৃণমূল বাহিনী সেদিন রাতে হামলার ছক কষেছিল। তা জানাজানি হতেই বিভিন্ন গ্রাম থেকে মহিলা পুরুষ নির্বিশেষে দলে দলে মানুষ বেরিয়ে আসে। হাতের সামনে যে যা পেয়েছে, তা নিয়েই জনতা তাড়া করে তৃণমূল বাহিনীকে। তাড়া খেয়ে পিছু হঠে তারা। রাতে শিবুর কয়েকটি আলাঘর এবং পোল্ট্রিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে চলে মহিলাদের বিক্ষোভ। শুক্রবার ফের উত্তপ্ত হয় সন্দেশখালি।
অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)