Placeholder canvas
HomeScrollনয়াগ্ৰামের বাঁধনা পরবে মাতলেন মানুষজন

নয়াগ্ৰামের বাঁধনা পরবে মাতলেন মানুষজন

উৎসবের তিনদিন আগে বাড়ির গরুকে পুজো করা হয়

নয়াগ্রাম: প্রাচীন রীতি মেনে বৃহস্পতিবার ভোর রাত থেকে নয়াগ্ৰামের (Nayagram) জরকা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মাতলেন বাঁধনা পরব (Badna Porob) অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব। এদিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন। আদিবাসী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী বাঁদনা পরব দেখতে জড়ো হন এলাকার প্রচুর সাধারণ মানুষ।

আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম উৎসব হলো বাঁদনা পরব বা বাঁধনা পরব। এই উৎসব তারা সাত থেকে আট দিন ধরে পালন করে থাকেন। প্রতিবছরের মতো এই বছরও সাড়ম্বরে জেলার বিভিন্ন জায়গায় এই বাঁদনা পরব বা বাঁধনা উৎসব পালন করা হচ্ছে। জানা গিয়েছে বাঁধনা পরব বা গরু খুঁটান উৎসব হল জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব। মুলত কালীপুজোর পরে এই উৎসব হয় গরুকে আনন্দ দিতে এবং নিজেদের মধ্যে আনন্দ নেওয়ার জন্য।

আরও পড়ুন: ভাইফোঁটার ছুটিতে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল

রীতি মেনে গরু খুঁটান উৎসবের তিন দিন আগে থেকে বাড়ির গরুকে পুজো করা হয়। পরে উৎসবের আগের দিন গরুকে রাতভর জাগিয়ে রাখা হয়। পরে কালীপুজোর তিনদিন পর বিকালে শোভাযাত্রা সহকারে গরুকে নাচানো হয়। ঐতিহ্যবাহী সেই রীতি মেনে জরকা গ্রামে পালিত হয় বাঁধনা পরব। এই উৎসবকে কেন্দ্র করে জাহেরেরা, নাইকিবুঢি, মারাংগুরু, গোঁসাই গরয়ার পুজো করে থাকেন। এই উৎসবকে কেন্দ্র করে বাড়ির মেয়ে যাদের বাইরে বিয়ে হয়েছে তাদের আমন্ত্রণ করে নিয়ে আসা হয়। তারপর একসঙ্গে চলে নাচ গান, আনন্দ উৎসব এবং খাওয়া-দাওয়া।

আরও অন্য খবর দেখুন

জয়নগরে তৃণমূল নেতা খুনে মাস্টারমাইন্ড আনিসুর

RELATED ARTICLES

Most Popular

Recent Comments