জয়নগর: নতুন করে উত্তেজনা ছড়াল জয়নগরের (Jaynagar Case) গরানকাটি এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। গরানকাটি এলাকার বাসিন্দারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেন। গাড়ি ভাঙচুর করা হয়। ইট বৃষ্টি ঘটনার খবর পেয়ে বারইপুর এসডিপিও ঘটনা স্থলে পৌঁছালে তাকে ঘেরাও বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। মঙ্গলবার সকাল থেকে এই এলাকায় উত্তেজনা তৈরি হয়। নির্যাতিতার নাবালিকার দেহ নিয়ে মিছিল করে এলাকার বাসিন্দারা। রাস্তায় পুলিশ আটকালে রাস্তা অবরোধ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বর্ধমান মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা
গত শনিবার জয়নগরের কুলতলিতে উদ্ধার হয় এক ৯ বছরের নাবালিকার দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও উত্তেজনা কমছে না গ্রামে। সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হয় নাবালিকার। রাতেই এলাকায় ফেরে দেহ। সেই সময় থেকেই নাবালিকার দেহ আগলে বিক্ষোভে দেখাতে থাকেন গ্রামের বাসিন্দারা। মৃতদেহ নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করা হয়। যখন শেষকৃত্যের কাজ চলছিল ঠিক সেই সময় গরানকাটি মোড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার সকালে নির্যাতিতার দেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসীরা। এক পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকায় আন্দোলনকারীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে এছাড়া হয় এর ফলে আর উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেন। গাড়ি ভাঙচুর করা হয়। সবমিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের দাবী, বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে।
অন্য খবর দেখুন