ওয়েবডেস্ক- চারধাম যাত্রায় (Chardam Yatra) হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনার দিনই মর্মান্তিক মৃত্যু এক পুণ্যার্থীর। রবিবার গৌরীকুণ্ড (Gaurikunda) থেকে কেদারনাথ (Kedarnath) পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ ট্রেকিং রুটে জঙ্গলচট্টির কাছে মৃত্যু হয়েছে ওই পুণ্যার্থীর (Pilgrims)। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পরে সোনপ্রয়াগ (Sonprayag) থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অত্যাধিক বৃষ্টিপাতের কারণে এই যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে অবিরাম বৃষ্টিতে প্লাবিত ছোট নদীগুলি। উপচে পড়ছে জল।
তার মধ্যে একটিতে স্রোত বেড়ে যাওয়ার কারণেই প্রচুর পরিমাণে পাথর ভেসে যাত্রার মূল পথের উপরে পড়েছে ৷ ফলে আংশিকভাবে বন্ধ পায়ে চলাচলের রাস্তা। জেলা পুলিশ এবং উদ্ধারকারী দল বর্তমানে ক্ষতিগ্রস্ত জঙ্গলচট্টি এলাকায় আটকে পড়া তীর্থযাত্রীদের সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেককেই নিরাপদ স্থানে সরানো হয়েছে। কেদারনাথ ধামে আসা ভক্তদের নিরাপদে থাকার জন্যও আবেদন করেছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন- পুনেতে ভাঙল ব্রিজ, ডবল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু ৬ নাগরিকের, দেখুন কী অবস্থা
রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, “জঙ্গলচট্টির কাছে ধ্বংসাবশেষ এবং পাথর খাদে পড়ে যাওয়ার ফলে রাস্তা বন্ধ হয়ে যায় । সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের তীর্থযাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে । জেলা পুলিশ কেদারনাথ ধামে আগত ভক্তদের যেখানেই থাকুন তাদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে।
মৌসম বিভাগ, রুদ্রপ্রয়াগ জেলায় বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। ক্রমাগত বৃষ্টির জেরে ট্রেকিং রুটের অবস্থা খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ৷ দুর্ঘটনার জেরে এভিয়েশন সংস্থা আরিয়ানের ম্যানেজার এবং অ্যাকাউন্টেবল ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ঘটনার জন্য উভয়কেই দায়ী করা হয়েছে । সরকারের তরফে, বিমান সংস্থাগুলিকে অসামরিক বিমান চলাচল দফতরের নিয়ম মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবা আগামী দুই দিন বন্ধ থাকছে।
কেদারঘাটির উদ্দেশ্যে পরিচালিত আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টার দুর্ঘটনায়, কোম্পানির বেস ম্যানেজার বিকাশ তোমার এবং দায়িত্বশীল ব্যবস্থাপক কৌশল পাঠকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দেখুন আরও খবর-