দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের মাত্র আটমাস যেতে না যেতেই কন্যাসন্তানের জন্ম দিলেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টরাজ। একরত্তি মেয়ের নাম রেখেছেন কৃষভি। চলতি বছর ১৪ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন বিয়ে করেছিলেন তাঁরা। এবার দুই থেকে তিন হওয়ার পালা। অনুরাগীদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন তারকা দম্পতি।
আরও পড়ূন: আলোর উৎসবে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে লক্ষ্মী এল
প্রসঙ্গত, প্রথম স্ত্রী শ্রীময়ীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিনের সহকর্মী শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। অধুনা দম্পতির বিরুদ্ধে পরিকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি। সেই সময় কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে জলঘোলাও কম হয়নি। সব বিতর্ক উড়িয়ে আপাতত সুখের সংসার কাঞ্চন-শ্রীময়ীর।
কাঞ্চন-শ্রীময়ীর সন্তান জন্মের দিনই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পিঙ্কি। পোস্টে দেখা যাচ্ছে , ছাদে দাঁড়িয়ে ফানুস ওড়াচ্ছেন পিঙ্কি। ভিডিওর ক্যাপশনে লেখা ‘উড়ে যেতে দ্বিধা বোধ কোরো না।’ তবে কি প্রাক্তন স্বামীর নতুন শুরুকে ইঙ্গিত করেই এমন পোস্ট দিলেন অভিনেত্রী? সাধারণ ক্যাপশনের মধ্যে লুকিয়ে অন্তর দহনের ইঙ্গিত? প্রশ্ন অনুরাগীমহলে।
দেখুন আরও খবর: