নয়াদিল্লি: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে (Md Yunus) শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলাদেশে উদ্ভূত টালমাটাল পরিস্থিতিতে মোদি আশা প্রকাশ করেন, বাংলাদেশে দ্রুত স্থিতাবস্থা ফিরবে। সেখানকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েছেন তিনি।
তিনি লেখেন, মুহাম্মদ ইউনুসকে তাঁর নতুন দায়িত্বের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি দ্রুত স্থিতাবস্থা ফিরবে। সেখানকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। ভারত, বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ইউনুস শপথ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসেন শেখ হাসিনা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি মতো সেনাবাহিনীর উদ্যোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ইউনুসকে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্বে থাকবে। হাসিনা সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের দিকে নজর রাখতে মুখিয়ে অনেকে।
আরও পড়ুন: দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, ঝুলে রইল বিনেশের আবেদন
আরও খবর দেখুন