নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দল বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার কেন্দ্রে সরকার গঠন করতে পারেনি। তবে শরিকদের উপর নির্ভর করে এনডিএ জোট (NDA Alliance) সরকার এসেছে। ফলে লোকসভায় আস্থা ভোটে সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। সূত্রের খবর, আগামী ২০ জুন লোকসভায় আস্থা ভোট হতে পারে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেন মোদি। ওই দিনই সংসদে স্পিকার নির্বাচন হবে। সংসদের অধিবেশন শুরু হতে পারে ১৮ জুন। নব নির্বাচিত সাংসদরা ১৮ ও ১৯ জুন শপথ নিতে পারেন। সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন ২১ জুন।
রবিবার নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এবার লোকসভায় বিজেপি ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পার করতে তাই চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমারদের উপর নির্ভর করতে হয়েছে মোদিকে। ওই দুই প্রধান শরিকের সম্মিলিত আসন সংখ্যা ২৮। এছাড়া সরকারকে সমর্থন করেছেন এলজেপির চিরাগ পাসোয়ান, হামের জিতনরাম মাঁঝি, মহারাষ্ট্রের শিবসেনার একনাথ শিন্ডে শিবির, এনসিপির অজিত পাওয়ার শিবির, কর্নাটকের জেডিএস প্রমুখ। সব মিলিয়ে বিগত দুই বারের মতো এবার এককভাবে সরকারে সিদ্ধান্ত নেওযা বিজেপি বা নরেন্দ্র মোদির সম্ভব নয়। স্বাভাবিকভাবে বিরোধীরাও আস্থা ভোট চাইতে পারে। নিয়ম মাফিক তাই আস্থা ভোট হবে।
আরও পড়ুন: মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকে গ্রামে বাড়ি তৈরিতে বেশি গুরুত্ব?
আরও খবর দেখুন