কেরল: কেরলের (Kerala) ওয়েনাড়ে ভূমি ধস বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। সকাল ১১টা নাগাদ কান্নুরে পৌঁছন। তিনি চূড়ালমালা, মুন্ডাক্কাই, পুনচিরিমাত্তম গ্রামগুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি। ভূমি ধসের উৎস্যস্থলও ঘুরে দেখানো হয় প্রধানমন্ত্রীকে।
জানা গিয়েছে, এরপর প্রধানমন্ত্রী একটি আশ্রয় শিবির ঘুরে দেখবেন। সেখানে ১০ হাজার বাসিন্দা রয়েছেন। পরে প্রধানমন্ত্রী একটি পুনর্মূল্যায়ন বৈঠকও করবেন। শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেন যে, তিনি কেরলে ভূমি ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে ওই ভূমি ধস এলাকা ঘুরে দেখেন। ওই ধসে ৪০০ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: প্রধান বিচারপতির অপসারণ চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আন্দোলনকারীরা
আরও খবর দেখুন