ওয়েবডেস্ক: ‘বাংলাদেশে (Bangladesh) হিন্দু সহ সংখ্যালঘুদের (Minorities) নিরাপত্তা নিশ্চিত করুন’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus) সঙ্গে বৈঠক করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে ওই বৈঠকে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ইউনুসকে ওই কথা বলেন। বৃহস্পতিবার মোদি ও ইউনুসের ছবি ভাইরাল হয়। এরপর শুক্রবার ওই বৈঠক হয়। সেখানে তিনি বাংলাদেশে সংখ্য়ালঘুদের উপর হওয়া হিংসার ঘটনায় তদন্ত করতে অনুরোধ করেন। বৈঠকে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এডি়য়ে চলায় সর্বোত্তম। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কে আগ্রহী প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য ভারতের সহায়তার কথা তুলে ধরা হয় বৈঠকে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে বেজিংয়ে ইউনুসের বিতর্কিত মন্তব্য করেন। তার প্রেক্ষিতেও এদিন তাঁকে বার্তা দেওয়া হয়েছে, যা বিদেশ সচিবের কথা থেকে স্পষ্ট।
ব্যাংককে বিমস্টেকের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে অনুরোধ করেছিলেন ইউনুস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। হাসিনা ভারতে পালিয়ে আসেন। তারপর সেখানে ইউনুসের আমলে সংখ্য়ালঘু হিন্দুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনা সামনে আসে। যা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে ভারত। ইউনুস সরকারের তরফে হাসিনাকে প্রত্যর্পণ করতে চেয়ে চিঠি পাঠায়। এদিনের বৈঠকে হাসিনা নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সেই বিষয় এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ব্যাংককে বৈঠক করলেন মোদি ও ইউনুস
ইউনুসের আমলে বাংলাদেশে পাকিস্তানের সক্রিয়তা বেড়েছে। চীনের সঙ্গেও যোগাযোগ বাড়ছে বাংলাদেশের। বিশেষ করে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে ভারত বিরোধিতার জিগির উঠেছে। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চিঠি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান মনে করিয়ে দেন।
দেখুন অন্য খবর: