কলকাতা: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টার অভিযোগে সোমবার বিহারের বৈশালী থেকে ‘ছোটু’ লক্ষণ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, কসবাকাণ্ডে ধৃতদের জেরা করে উঠে এসেছিল তাঁর নাম। তাঁর খোঁজে বিহার পাড়ি দেয় কলকাতা পুলিশের একটি দল। শেষমেশ বিহারের বৈশালী থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ডিসেম্বরেও নামছে না পারদ! ভয়ঙ্কর কিছু ঘটবে? আশঙ্কা IMD-র
১৫ নভেম্বর কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুন করার চেষ্টায় ঘটনায় অভিযুক্ত শুটার যুবরাজকে আগেই ধরেছিল পুলিশ। গ্রেফতারির পর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত স্কুটারচালক। এ বার সেই স্কুটারচালককেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক এলাকারই বাসিন্দা। ঘটনার দিন শুটার যুবরাজকে পার্ক সার্কাস এলাকার বন্ডেল গেটের কাছ থেকে স্কুটারে তুলে নেন এই ছোটু। এ ছাড়াও, ঘটনার আগে ছোটু গুলজারের সঙ্গে গিয়ে এলাকা রেকি করে এসেছিলেন বলে অভিযোগ। ছোটুর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকেই কসবাকাণ্ডে বিহার-যোগের দাবি ককরছিলেন তদন্তকারী অফিসারেরা। অভিযোগ, বিহারের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যেই ‘শুটার’ ভাড়া করা থেকে শুরু করে অস্ত্র জোগাড় করা হয়েছিল। এমনকি, ধৃত ছোটু স্থানীয় বাসিন্দা হলেও তাঁকেও বিহার থেকেই ধরেছে পুলিশ। ঘটনায় আরও কোনও ব্যক্তির যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন আরও খবর: