কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের জিনিস বাজেয়াপ্ত করতে দুদিন দেরি করেছে পুলিশ। কোর্টে জানাল সিবিআই (CBI)। নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, ধৃত সিভিকের ব্যবহৃত জিনিস বাজেয়াপ্ত করতে দেরি করেছে লালবাজার। তাদের আরও দাবি, আরজি কর কাণ্ডের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। রবিবার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শুনানিতে শিয়ালদহ আদালতে এমনই দাবি করল সিবিআই।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। শনিবার আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার সেসময়ের ওসিকে গ্রেফতার করে সিবিআই। আগেই এই মামলায় গ্রেফতার হয়েছিল এক সিভিক ভলান্টিয়ার।
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের রাশিয়া সফর বাতিল
আরও খবর দেখুন