কলকাতা: কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনায় এবার পুলিশের হাতে এল এক নতুন তথ্য। ইতিমধ্যে, পুলিশি জেরায় এই কান্ডের ‘মাস্টারমাইন্ড’ আফরোজ খান ওরফে গুলজার স্বীকার করেছেন যে, কাউন্সিলরকে খুন করার জন্যই আততায়ী ভাড়া করে আনা হয়েছিল। আর এবার জানা গেল যে, সুশান্ত ঘোষকে খুন করার জন্য তার সঙ্গে ১০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। পিস্তল ও আততায়ীর খরচ মিলিয়ে এই বিপুল টাকার চুক্তি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আরও জানা গিয়েছে যে, আজ নয়, চার থেকে পাঁচ মাস আগেই এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল। যেহেতু বারবার এই পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল, সেই কারণে নাকি আগ্নেয়াস্ত্রগুলি দীর্ঘদিন ধরে নিজের কাছেই রেখেছিল ধৃত গুলজার।
আরও পড়ুন: সুশান্ত ঘোষকে আগেই প্রাণে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের
অর্থাৎ, এটা এখন পরিষ্কার যে, রীতিমতো আঁটোসাঁটো পরিকল্পনা নিয়েই নেমেছিল দুষ্কৃতীরা। আগেও দু’বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী। ধৃত গুলজারের বয়ান অনুযায়ী, গতবছর জুলাই ও অক্টোবরে পুজোর মধ্যে সুশান্তকে প্রাণে মারার ছক কষেছিল আততায়ীরা। তবে দু’বারই তাদের পরিকল্পনা ভেস্তে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, জমি বিবাদ সংক্রান্ত বিবাদের জেরেই সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।
দেখুন আরও খবর: