কেরল: ধর্ষণের অভিযোগে কেরলে (Kerala) সিপিএম (CPM) বিধায়কের বিরুদ্ধে এফআইআর (FIR)। তবে সিপিএম বলেছে ইস্তফার (Resignation) দরকার নেই। বৃহস্পতিবার কেরলের সিপিএম নেতা তথা ক্ষমতাসীন বাম জোট এলডিএফের আহ্বায়ক ইপি জয়রাজন বলেন, এর আগে দুজন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁরাও ইস্তফা দেননি।
কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইতিমধ্যেই মুকেশের ইস্তফার দাবিতে সরব হয়েছে। সেই দাবি খারিজ করে বৃহস্পতিবার জয়রাজন বলেন, এর আগে কংগ্রেসের বিধায়ক এম ভিনসেন্ট ও এলধোস কুন্নাপিলির বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। কিন্তু, তাঁরা কেউই ইস্তফা দেননি। আগে তাঁরা পদত্যাগ করুন। তারপর মুকেশের বিষয়ে কথা বলবেন। ইতিমধ্যে পুলিশ কোল্লমের সিপিএম বিধায়কের মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন
আরও খবর দেখুন