Tuesday, July 8, 2025
HomeScrollপুলিশ কেন খুঁজছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে? জেনে নিন
Arrest Warrant against Robin Uthappa

পুলিশ কেন খুঁজছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে? জেনে নিন

পিএফ জালিয়াতিতে গ্রেফতারি পরোয়ানা রবীন উথাপ্পার বিরুদ্ধে

Follow Us :

নয়াদিল্লি: পিএফ জালিয়াতিতে (PF Fraud) গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) রবীন উথাপ্পার (Robin Uthappa) বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ২৩ লক্ষ টাকার পিএফ জালিয়াতির অভিযোগ রয়েছে। পুলকেশীনগর থানার পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।

অভিযোগ, উথাপ্পার সংস্থায় কর্মীদের বেতন থেকে পিএফ কাটা হয়েছে। অথচ সেই পিএফের টাকা জমা পড়েনি। গত ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট পিএফ কমিশনার পুলিশকে নির্দেশ দিয়েছে, যাতে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়। উথাপ্পা নির্দিষ্ট ঠিকানাতে না থাকায় ওই পরোয়ানা ফিরে যায়। প্রাক্তন এই ওপেনার এখন দুবাইতে সপরিবারে রয়েছেন। ওই ওয়ারেন্ট অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে গ্রেফতারের কথা বলা হয়েছে। উথাপ্পা ৫৯টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আইপিএলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ক্রিকেট কেরিয়ারে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১১৮৩ রান করেন। সাতটি হাফ সেঞ্চুরি করেন। আইপিএলে উথাপ্পা কলকাতা নাইট রাইডার্সের জন্য খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের জন্য খেলেছেন। ২০১৪ সালে কেকেআরের জয়ী টিমের সদস্য ছিলেন।

আরও পড়ুন: দাপুটে জয়ে ফাইনালে ভারত! ২০২৪-এ ফের ট্রফি আসবে ঘরে?

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39