বারাবনি: এক পুলিশ অফিসারের বিরুদ্ধে আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বারাবনি থানা ঘিরে তুমুল বিক্ষোভ আদিবাসীদের। মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বারাবনি থানা ঘিরে তুমুল বিক্ষোভ
আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। তাঁদের দাবি, ওই অফিসারকে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, বারাবনি থানার দোমহানি গ্রাম পঞ্চায়েতের গামছা গাদা গ্রামে মাকু সরেন নামে এক বৃদ্ধা মহিলা থাকতেন। আর সেই বৃদ্ধা মহিলার সঙ্গে তাঁরই বাড়িতে রবি মুর্মু ও তাঁর স্ত্রী ললিতা মুর্মু বিগত ১৫ বছর ধরে থাকেন।
কিন্তু কিছুদিন আগে ওই বৃদ্ধা মহিলার সঙ্গে রবি মুর্মুর বাড়িতে থাকাকে কেন্দ্র করে ঝামেলাও হয়। এর জেরে তাদের বাড়িতে থাকতে দিতে আপত্তি করেন ওই বৃদ্ধা মহিলা। এই ঘটনায় রবি মুর্মু বারাবনি থানায় একটি লিখিত অভিযোগে করেন ওই বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ বাড়িতে গেলে জানতে পারে যে, ওই মহিলা রবি মুর্মুকে বাড়িতে থাকতে দেন এবং বাড়ির মালিকানা ওই বৃদ্ধা নিজেই। তাই রবিকে সেই সময় বাড়িতে না থাকার কারণে তাঁর স্ত্রীকে বলে আসেন যে তারা যেন ঠিক মত থাকেন।
তবে রবি মুর্মু স্ত্রী ললিতা মুর্মু বারাবনি থানার ওই অফিসার সৌমেন ঘোষের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তুলে বলেন, তাঁকে রীতিমতো ধমকি দিয়ে আসেন। এই বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে বলেও হুমকি দেন। তারই প্রতিবাদে সমস্ত আদিবাসী সমাজের মানুষ একত্রিত হয়ে বারাবনি থানায় সামনে পথ অবরোধ করে বিক্ষোভ সামিল হন।