কলকাতা: মা ফ্লাইওভারে (Maa Flyover) চিনা মাঞ্জায় (China Manja) রক্তাক্ত পুলিশ (Police) আধিকারিক। মাথায় আঘাত লেগেছে। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্ত পুলিশ আধিকারিকের নাম শাহনওয়াজ আলি। তিনি বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাইকে পার্কসার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন তিনি। ফ্লাইওভার দিয়ে আসার সময় ঘুড়ির সুতো চিনা মাঞ্জা তাঁর কপালে লাগে। সঙ্গে সঙ্গে কেটে রক্ত বের হতে শুরু করে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও দেদার বিক্রি চলছে।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলেও চালু হল এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা
আরও খবর দেখুন