কলকাতা: আরজি করের (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা চিকিৎসকের চার সহকর্মীকে তলব করল লালবাজার। সূত্রের খবর, ওই ৪ জনই ওই রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন। ঘটনার রাতে এই চার জনই তরুণী ডাক্তারের সঙ্গে খাবার খেয়েছিলেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের ৪ চিকিৎসককে। যে ডেলিভারি বয় মহিলা চিকিৎসককে অনলাইন খাবার ডেলিভারি করেছিলেন, তাঁরও বয়ান নিতে চায় পুলিশ। পাশাপাশি এই ঘটানার বিচারের দাবিতে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সব সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক সমিতি এই ধর্মঘটে যোগ দিচ্ছে।
জানা গিয়েছে, টানা ৩৬ ঘণ্টা কাজের পর বৃহস্পতিবার রাতে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন ওই তরুণী চিকিৎসক। রাত বাড়িতে মাকে ফোনও করেছিলেন। সে কথা ওই যুবতীর মা নিজেই জানিয়েছেন। মাকেও খেয়ে নিতে বলেছিলেন। সহকর্মীদের সঙ্গেই খাবার খান তিনি। সে দিন তাঁর রাতে ডিউটি ছিল। যুবতীর সঙ্গে সে রাতে আরও চার জন খাবার খেয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই জুনিয়র চিকিৎসক। ঘটনার পর প্রাথমিক ভাবে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন পুলিশ আধিকারিকরা। এ বার তাঁদের বয়ানও রেকর্ড করতে চায় পুলিশ। সোমবার তাই লালবাজারে ডেকে পাঠানো হয়েছে ওই চার জনকে।
আরও পড়ুন: আজ থেকে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে
আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে আরজি করের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। বিচার এবং উপযুক্ত নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। সোমবার থেকে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ রাখবেন বলে জানিয়েছেন তাঁরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্য খবর দেখুন