দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি প্রকল্পে ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হল পুলিশের ভেরিফিকেশন। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পুলিশ বৃহস্পতিবার থেকে নামখানা এলাকায় এই বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশন শুরু করেছে। এদিন নামখানার ওসি বিভাস সরকার নামখানা গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার বাড়িতে যান। নামের তালিকা ধরে চলে জিজ্ঞাসাবাদ করেন। তবে এই গ্রামের বেশ কয়েকজন পাকা বাড়ির মালিকেরও নাম আছে বাংলার বাড়ির তালিকায়। তাঁদের বাড়িতে ব্লক প্রশাসন সমীক্ষাও করেছে।
আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ পড়ুয়া, অভিভাবকদের
সূত্রের খবর, নামখানার দুই বাসিন্দা স্বপন পণ্ডিত ও নবকুমার গায়েন। দুজনকেই পাকা বাড়ি। তবে দুই বাড়ির কর্তাদের বক্তব্য, ঝড় জলের হাত থেকে বাঁচতে ধারদেনা করে পাকাবাড়ি করেছেন। তালিকা তৈরির সময় কাঁচাবাড়ি ছিল। আবার এই গ্রামে কাঁচাবাড়িতে বসবাস করেন প্রচুর মানুষ। যে কোনও সময় চাপাও পড়তে পারেন। কিন্তু তালিকায় তাঁদের নাম নেই।
যদিও তালিকা অসংগতির কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর প্রধান। কিছু মানুষ বাদ পড়ে গেছে বলেও তিনি স্বীকার করে নেন। কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল বলেন, ‘পুরোনো তালিকা থেকে সমীক্ষা হচ্ছে। যে কেউ নতুন করে আবেদন করতে পারেন। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ভাবা হবে।’
দেখুন আরও খবর: