কলকাতা: কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। আলিপুর থানায় কর্মরত ছিলেন তিনি। এএসআই পদে কর্মরত ছিলেন তিনি। জানা যাচ্ছে, অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি। ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। কী কারণে মৃত্যু তা এখনও স্পস্ট নয়। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে স্পষ্ট হবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ব্যাপক মূল্যের মাদক
এএসআই র্যাঙ্কের পুলিশকর্মী তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর মৃত্যুর খবর সামনে আসার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু কীভাবে ঘটল? তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। তবে তাঁর মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি।
তাঁর দেহ উদ্ধারের পর দেখা যায় তাঁর মাথায় একটি ছোট রয়েছে। পুলিশের অনুমান, সেই আঘাত বেশ পুরনো। কীভাবে আঘাত লাগল? এর পিছনে কি রয়েছে কোন অজ্ঞাত কারণ? তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সমস্ত কিছু স্পষ্ট হবে বলে জানানও হয় পুলিশের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর