মালদহ: মালদার (Malda) বামনগোলার (Bamongola) ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তুলেছেন মালদার ২৫ বছর বয়সী তরুণীর মৃত্যুতে দায় কার? রাস্তা খারাপ থাকার দায় কার? কারণ ওই এলাকাটি হবিবপুর বিধানসভার মধ্যে পড়ে। সেখানে বিজেপির বিধায়ক রয়েছেন। ওই এলাকাটি মালদা উত্তর লোকসভার মধ্যে পড়ে। সেখানকার সাংসদ বিজেপির। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তহবিল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও (Shashi Panja)। তিনিও বলেছেন রাজ্য সরকারের পথশ্রীর টাকা কি বিজেপির পকেটে গিয়েছে? তাই রাস্তা খারাপ। তবে বামনগোলার ঘটনায় বিজেপি পুরোপুরি দায় চাপিয়েছে তৃণমূলের উপরে। এরই মধ্যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য নতুন বিতর্কে ইন্ধন দিয়েছে। তিনি বলেন, রাস্তা খারাপ বিষয় নয়। ভাগ্যে ছিল তাই মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক মালদহ জুড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙ্গা গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, অসুস্থ মুমূর্ষু রোগীকে খাটিয়ায় চাপিয়ে ঘাড়ে করে হাসপাতাল নিয়ে যেতে দেখা গেল দুই যুবককে। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
আরও পড়ুন: হাসপাতালে কর্মী নিয়োগ নিয়ে তুমুল বিক্ষোভ
পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স গ্রামে আসতে চায়নি। কারণ গ্রামের রাস্তার অবস্থা বেহাল। তাই নিজেরাই রোগীকে খাটিয়ায় বেঁধে ঘাড়ে করে ছোটেন হাসপাতালের উদ্দেশে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না রোগীর। মাঝ রাস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বছর ১৯-এর মামনি রায়ের।
ঘটনার খবর চাউর হতেই লেগেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির উত্তর মালদহ জেলা সহ-সভাপতি বিনা কীর্তনীয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে বামনগোলা বিডিওর কাছে ওই রাস্তার দাবি তুলেছি। আর যদি পাকা রাস্তা থাকত তাহলে একটি তরতাজা প্রাণ বেঁচে যেত।
আরও খবর দেখুন