skip to content
Friday, January 17, 2025
HomeScrollরাজনীতিবিদদের মন ‘অতৃপ্ত আত্মা’র মতো, মন্তব্য নীতিন গডকরির
Union minister Nitin Gadkari

রাজনীতিবিদদের মন ‘অতৃপ্ত আত্মা’র মতো, মন্তব্য নীতিন গডকরির

‘ফিফটি গোল্ডেন রুলস অফ লাইফ’ বইটি প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর

Follow Us :

নাগপুর : রাজনীতি হল একটি সমুদ্রে অতৃপ্ত আত্মার মতো। যেখানে প্রতিটি রাজনীতিবিদই একজন দুঃখী ব্যক্তি। কারণ সে তার নিজের অবস্থান নিয়ে কিছুতেই তৃপ্ত থাকতে পারে না। নিজের বর্তমান অবস্থা তাঁর যাই থাকুক না কেনো, তাঁর মন সব সময়ই অতৃপ্ত আত্মা। কারণ উচ্চ পদের জন্য তাঁর মন উচ্চাকাঙ্ক্ষী ।

রবিবার নাগপুরে ‘ফিফটি গোল্ডেন রুলস অফ লাইফ’ বইটি প্রকাশ অনুষ্ঠানে এসে  এই কথা বলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Union minister Nitin Gadkari)। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জীবন হল একটি সমঝোতা, বাধ্যবাধকতা, সীমাবদ্ধতা ও দ্বন্দ্বের মধ্যে খেলা।

আরও পড়ুন: জামিন পেলেও জেলমুক্তি নয়! নেপথ্যে অয়ন শীলের পুনঃগ্রেফতারি?

একজন ব্যক্তিকে যখন পরিবার, সমাজ, রাজনীতি, কর্পোরেট জীবন সব কিছু নিয়ে চলতে হয়, তখন সেই ব্যক্তিকে জীবনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। তখন সেই মানুষটিকে শিখতে হবে বাঁচার মূলমন্ত্র। গডকরি বলেন, একজন রাজনীতিবিদ মন্ত্রী হয়েও দুঃখী থাকেন, কারণ তিনি মনে করেন তিনি ভালো পদ পাননি, ভালো মন্ত্রক পেলেন না, মুখ্যমন্ত্রী হতে পারলেন না। আর একজন মুখ্যমন্ত্রী সব সময় উদ্বেগে থাকেন যে হাইকমান্ড কখন কাকে চলে যেতে বলবে।  এই ধরনের সমস্যাগুলি মোকাবিলা করে পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যাওয়াই হল জীবনের কৌশল।

গডকরি তাঁর রাজনৈতিক জীবনে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের আত্মজীবনীর একটি লাইন উদ্ধৃতি করে বলেছেন ‘একজন মানুষ যখন পরাজিত হয় তখন শেষ হয় না। সে পদত্যাগ করলে শেষ হয়ে যায় (A man is not finished when he is defeated. He is finished when he quits)।

জীবনে একজন ভালো মানুষ হওয়ার জন্য সংস্কার সহ মানবিক মূল্যবোধের উপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী।

দেখুন  অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular