কলকাতা: চর্চিত এবং বিতর্কিত অভিনেতা, অভিনেত্রী তাঁরা। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য ইন্ডাস্ট্রিতে তাঁদের নিয়ে চর্চার শেষ নেই। কথা হচ্ছে পরীমনি (Porimoni) এবং শাকিব খানকে (Shakib Khan) নিয়ে। এবার সেই পরীমনি এবং শাকিব খানকে একসঙ্গে একফ্রেমে দেখা গেল। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর কিছুদিন আগেই অভিনেত্রী নতুন করে প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। এবার পরী-শাকিবকে দেখা গেল একসঙ্গে। একটি ইভেন্টে তাঁর বহু পুরোনো সহকর্মী তথা অভিনেতা শাকিব খানের সঙ্গে দেখা হতেই আবেগঘন হয়ে পড়লেন।
আরও পড়ুন: শুক্রবার মুক্তি পেল খাদানের ‘হায় রে বিয়ে’…
দুই তারকাকে নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। যদিও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। মাঝে মধ্যেই শাকিব খান এবং পরীমনির নানা অনুষ্ঠানে দেখা হয়। সম্প্রতি তেমনই একটি ইভেন্টে তাঁদের দেখা হয়েছিল। অভিনেত্রী যখন তাঁর গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে ঢুকছিলেন তখনই তাঁর সঙ্গে শাকিবের দেখা হয়। একে অন্যকে তাঁরা জড়িয়ে ধরেন তৎক্ষণাৎ। আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। সেই ভিডিয়ো ভাইরাল হতেই নতুন করে জল্পনা শুরু। সকলেই দারুণ পছন্দ করে তাঁদের জুটি।
View this post on Instagram
অন্য খবর দেখুন