কলকাতা: বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) বুধবারই বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে (Kakdwip Hospital) বদলি করা হয়েছে। এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বামেরা। বিরূপাক্ষ বিশ্বাস যাতে কাজে যোগ দিতে না পারে বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বামেরা। বিরূপাক্ষের বিরুদ্ধে স্লোগান লিখে একাধিক পোস্টার (Posters Protests Against Birupaksha Biswas) সাঁটা হয় হাসপাতাল সংলগ্ন এলাকায়। সেই পোস্টারগুলিতে লেখা ছিল, কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক।
চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে কোনও ভাবে মেনে নিচ্ছে না স্থানীয়রা। বীরুপাক্ষের বিরুদ্ধে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনের তীব্রতা। কাকদ্বীপের স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছে এই আন্দোলনে। কাকদ্বীপ মহাকুমা হাসপাতালের সামনে চলছে নাগরিক সমাজের প্রতিবাদ বিক্ষোভ। দফায় দফায় চলছে স্লোগান সাউটিং। স্থানীয়দের একাংশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই কাকদ্বীপ হাসপাতালে নজরদারি চালানো হবে। যেকোনো মূল্যে হাসপাতালে বাহিরে আটকাতে হবে বিরুপাক্ষ বিশ্বাসকে। তার জন্য আজ ও সারা দিন এক ভাবে আন্দোলন চলবে ।তার পাশাপাশি হাসপাতালের দুই গেটে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি হাসপাতালে ঢুকলেই চেক করা হচ্ছে । বামেদের তরফে জানানো হয়েছে যতক্ষণ না এই অর্ডার বাতিল করা হচ্ছে এক ভাবে প্রতিদিন কাকদ্বীপ হাসপাতালের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ দেখানো হবে। বিরূপাক্ষ নতুন কর্মস্থলে ঢোকার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: পড়ুয়াদের চাপে পদত্যাগ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্তর
সকাল থেকেই থমথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল চত্বর। কাকদ্বীপ হাসপাতালের (Kakdwip Hospital) মূল গেট থেকে শুরু করে কাকদ্বীপ শহরের বাড়ির দেওয়াল, বিভিন্ন দোকানের দেওয়াল জুড়ে নজরে পড়ছে পোস্টার। সেই সকল পোস্টারে জ্বলজ্বল করছে একটাই লেখা কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত মানছি না মানবো না। কোনওটায় আবার লেখা ছিল, কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক। স্থানীয়দের দাবি, বিরূপাক্ষ বিশ্বাস আরজি কর-কাণ্ডের মূলচক্রী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। তিনিও অপরাধে জড়িত বলে আমরা মনে করছি।ইতিমধ্যে কাকদ্বীপ হাসপাতালের মূল গেটের সামনে সিপিআইএমের পক্ষ থেকে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। দফায় বিক্ষোভ শুরু হয়েছে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে।
দেখুন ভিডিও