কলকাতা: প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফের কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের (Potato Stricke)। রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে সঙ্কট। ভিন রাজ্যে এমনকি বিভিন্ন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরির অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি শুরু করা হবে বলে জানিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। এই কর্মবিরতির জেরে ফের বাজারগুলিতে আলুর সঙ্কট দিতে পারে বলে আশঙ্কা।
বিভিন্ন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের ২০ তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী। টানা পাঁচ দিন ধরে চলে সেই কর্মবিরতি। কর্মবিরতির জেরে বাজারে দেখা দেয় আলুর তীব্র সঙ্কট। রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে যায় আলুর আকাল। কর্মবিরতির পঞ্চম দিনে সরকারের তরফে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আস্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ীরা। কিন্তু সেই ঘটনার এক মাস যেতে না যেতে ফের শনিবার থেকে কর্মবিরতির কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
আরও পড়ুন: জমি দুর্নীতির তদন্তে রাজ্যপালের ছাড়পত্র, বিপাকে সিদ্দারামাইয়া
ব্যবসায়ীদের অভিযোগ, জুলাই মাসের বৈঠকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মন্ত্রী। তার পর থেকে আর কোনও যোগাযোগ করা হয়নি। প্রতিবেশী রাজ্যগুলিতেই নয়, আশপাশের জেলাতে আলু পাঠানোর ক্ষেত্রেও পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারের পক্ষে বারংবার সমস্যা সমাধানের আস্বাস দেওয়া হলেও আসলে কাজের কাজ কিছুই হয়নি। তার প্রতিবাদেই এই কর্মবিরতি। এদিকে ফের আলু ব্যবসায়ীরা কর্মবিরতির কথা ঘোষণা করায় নতুন করে রাজ্যের বাজার গুলিতে আলুর আকাল দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হল।
অন্য খবর দেখুন