কলকাতা: জেলায় জেলায় আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে (Potato Traders on Strike ) বাজারে আলুর জোগান কমছে, বাড়ছে খুচরো বাজারে আলুর দামও (Potato Price Hike )। বুধবার কোথাও কোথাও চন্দ্রমুখী আলুর দাম ৫০ টাকা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে সঙ্কট সামাল দিতে আসরে নামলেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি জেলাশাসকদের হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ সুনিশ্চিত করতে বলেন। তাঁর নির্দেশ, কোনও ভাবেই বাজারে যেন আলুর সঙ্কট তৈরি না হয়। জেলাশাসকদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, প্রয়োজনে হিমঘরে যান, আলু বের করে আনুন। আলুর জোগান সচল রাখতে হবে বাজারে।
আলু ব্যবসায়ীদের পুলিশি হেনস্থার প্রতিবাদে রবিবার থেকে সারা রাজ্যে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর জেরেই বাজারে এবার আলুর আকাল। পাইকারী ব্যবসায়ীরা আলু পাচ্ছেন না। পাশাপাশি খুচরো বাজারেও মিলছে না আলু। যা পাওয়া যাচ্ছে তাও সামান্য পরিমাণে। বুধবার বিষ্ণুপুর বাজারে আলুর ঘাটতি চোখে পড়ে। দুদিন আগেচন্দ্রমুখী আলুর দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। বুধবার সেই আলুর দাম ৫০ টাকা ছুঁয়ে ফেলেছে। জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর কেজি এখন যথাক্রমে ৪২ এবং ৫০ টাকা। কোথাও কোথাও দু’-পাঁচ টাকা কম-বেশি।
আরও পড়ুন:অন্যের সম্পত্তি বিক্রির অভিযোগে কাঁথির তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে
কর্মবিরতির জেরে বাজারগুলিতে ওই আলুর জোগানও কমে গিয়েছে। ফল, আকাশছোঁয়া আলুর দাম এবং জোগানে ঘাটতি। কলকাতা থেকে শুরু করে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর, ছবিটা প্রায় সব জায়গাতেই সমান। সরকার ও আলু ব্যবসায়ীদের টানাপড়েনে ভোগান্তি বাড়ছে ক্রেতাদের।
বীরভূমে সোমবার পর্যন্ত যে আলু বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা কেজি দরে। বুধবার সেই আলুই বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, হিমঘরের ধর্মঘট না উঠলে এই দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। মঙ্গলবার পাইকারি বিক্রেতারা ৫০ কেজি বস্তা পিছু ১৭০০ থেকে ১৮০০ টাকা বিক্রি করেছে। সেই বস্তায় আজ ১৮০০ থেকে ১৯০০ টাকা হিসাবে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিদিন ৪০ প্যাকেট আলু হিমঘর থেকে বের করে সরকারকে বিক্রি করতে হবে। প্রয়োজনে হিমঘর থেকে আলু বের করে দেওয়া হবে। জামালপুরের হিমঘর মালিকদের এমনই হুঁশিয়ারি প্রশাসনের।
ডাকা কর্মবিরতি নিয়ে মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার হরিপালে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠক ফলপ্রসূ হলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি উঠে যেতে পারে আজই।
দেখুন ভিডিও