কলকাতা: সাধারণ মধ্যবিত্তের ঘরে আলু ছাড়া গতি নেই। মাছ-ভাতে বাঙালির পাতে সেই আলুও যদি চোখ রাঙাতে শুরু করে তাহলে তো মাথায় হাত। কিছুদিন আগেই বাজারে আলুর বেড়েছিল। ফলে পকেটে টান পড়ে মধ্যবিত্তের পকেটে। দাম কমাতে মুখ্যমন্ত্রীর কড়া ধমকে রাস্তায় নামে টাস্ক ফোর্স। কিন্ত কমেনি আলুর দাম। তাই বাংলার আলু ভিন রাজ্যে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে চাপে পড়ে যান আলু ব্যবসায়ীরা। কারণ রফতানি বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে এবার আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। এই ধর্মঘট হলে এবার ফের বাড়বে আলুর দাম। ফলে দেখা দেবে আলুর সংকট। এই উভয় সংকটে আলুর দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বাজারে এখন কেজি প্রতি আলুর দাম ৩৫ টাকা। সেটা যদি আরও বাড়ে তাহলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে।
আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি প্রার্থী?
আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যে রফতানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সীমান্তে গিয়ে আলুবোঝাই ট্রাক আটকে যাচ্ছে। এর পরেই পালটা ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, হিমঘর থেকে বের করে তা রফতানি করা যাচ্ছে না। পচে যাচ্ছে আলু। রাজ্য সরকারকে আলু কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু তাদের বক্তব্য রাজ্য সরকার তাদের সেই আবেদনে সাড়া দেননি। গত আগস্ট মাসে ধর্মঘট ডাকে আলু ব্যবসায়ীরা। ফলে একদিকে আলুর সংকট অন্যদিকে দাম হয়েছিল দ্বিগুণ।
ফলে আলু ব্যবসায়ীরা সেই ধর্মঘটের দিকে হাঁটলে ফের বাড়তে পারে আলুর দর। ব্যবসায়ীদের আরও অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দামে আলু বিক্রি করলেও কোনও নির্দেশিকা ছাড়াই তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। বেআইনিভাবে জরিমানা করা হচ্ছে। এই সমস্ত কিছুতে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা।
দেখুন অন্য খবর: