কলকাতা: ইতিহাসে প্রথম, সবচেয়ে শক্তিশালি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো। স্যাটেলাইটের নাম NISAR। ভূমিকম্প, আগ্নেয়গিরি, বনের দাবানল, বৃষ্টি, ঘূর্ণিঝড়, হারিকেন, বজ্রপাত, ভূমিধসের টেকটোনিক প্লেটের মুভমেন্ট- সবকিছুর ওপর নজর রাখবে NISAR। ইসরো ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে যৌথ ভাবে এই স্যাটেলাইট তৈরি করা হয়েছে। সিন্থেটিক অ্যাপারচার রাডার (NISAR)। ২০২৫ সালের প্রথম দিকে ভারত থেকে উৎক্ষেপণ করা হবে। GSLV-MK2 রকেটের মাধ্যমে স্যাটেলাইট লঞ্চ করা হবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এই স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করার পাশাপাশি, বরফের চাদর, হিমবাহ এবং সমুদ্রের বরফের গতি ট্র্যাক করতে সক্ষম। NISAR সেন্টিমিটার লেভেলে টেকটোনিক প্লেটের গতিবিধি রেকর্ড করতে পারবে। এটি যে কোনও আসন্ন ভূমিকম্প সম্পর্কে সমগ্র বিশ্বকে সবচাইতে আগে তথ্য দেবে বলে দাবি করা হচ্ছে। আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলে বা গাছপালা দ্বারা অস্পষ্ট ত্রুটির ক্ষেত্রে কার্যকর হবে।
আরও পড়ুন: অবিকল পৃথিবী! ৪ হাজার আলোকবর্ষ দূরেই রয়েছে রহস্যময় এই গ্রহ
বিজ্ঞানিরা বলছেন, নিসার স্যাটেলাইটে একটি বড়সড় মেইন মডিউল থাকবে। এতে অনেক যন্ত্র থাকবে। ট্রান্সপন্ডার, টেলিস্কোপ ও রাডার সিস্টেম থাকবে। ১২ দিনের অন্তর পৃথিবীপৃষ্ঠে কী কী পরিবর্তন ঘটছে সেই সব তথ্য জানা যাবে। কোন দেশে কী ধরনের আবহাওয়া হয়েছে ও কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেই তথ্যও দেবে এই স্যাটেলাইট।
এই স্যাটেলাইট পৃথিবীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাবে। টর্নেডো, ঝড়, আগ্নেয়গিরি, ভূমিকম্প, হিমবাহ গলে যাওয়া, সামুদ্রিক ঝড়, দাবানল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ অনেক দুর্যোগের আগাম সতর্কতা দেবে। নিসার স্যাটেলাইট বলবে না কখন ভূমিকম্প হবে। পরিবর্তে, এটি আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে যে বিশ্বের কোন অঞ্চলগুলি ভূমিকম্পের জন্য সবচেয়ে বেশি সংবেদনশীল। মহাকাশে পৃথিবীর চারপাশে জমে থাকা আবর্জনা এবং মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনও রকমের বিপদকে জানিয়ে দেবে।