কলকাতা: বেশ কয়েকদিন পর আবার পাকাপাকিভাবে সক্রিয় রাজনীতিতে ফিরলেন প্রবীর ঘোষাল। একুশের বিধানসভা ভোটের আগে তিনি যোগ দেন বিজিপিতে, আর এবার ফের প্রত্যাবর্তন করলেন টিএমসিতে। এদিন বিধানসভায় উপস্থিত হতে দেখা যায় প্রবীর ঘোষালকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর জানা যাচ্ছে এদিনই তিনি আবার মমতা বন্দপাধ্যায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আবারও টিএমসির সক্রিয় রাজনীতিতে করলেন যোগদান। এবার থেকে তাঁকে দলের মিছিল মিটিংয়ে নিয়মিত দেখা যাবে বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির প্রার্থী হন প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল। সেই কেন্দ্র থেকে জিতে তিনি উত্তরপাড়া কেন্দ্রের বিধায়কও হন। তবে ২০২১ এর বিধানসভা ভোটের আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। পদ্ম শিবিরের পক্ষ থেকে উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থীও হন তিনি, কিন্তু শেষমেস ঘাসফুল শিবিরের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাস্ত হন তিনি।
আরও পড়ুন: “সুজয় কৃষ্ণকে কেন গ্রেফতার করছেন না?”, আদালতে প্রশ্নের মুখে CBI
তবে বিজেপিতে যোগদান পর থেকেই দলের বিরুদ্ধে বেসুরো হতে দেখা যায় তাঁকে। এমনকি পদ্ম শিবির সূত্রে খবর দলের সঙ্গে দূরত্বও বাড়তে থাকে তাঁর। যার জেরে ধিরে ধিরে তিনি সক্রিয় রাজনীতি থেকে বিলুপ্তির পথে হাঁটতে থাকেন।
এরপর থেকেই জানা যায়, তিনি আবারও ফিরতে চান ঘাসফুল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চান তিনি বলে ইচ্ছেপ্রকাশ করেন। অবশেষে সব জল্পনাকে সত্যি করে আজ বিধানসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে আবারও যোগদান করলেন টিএমসিতে।
দেখুন অন্য খবর