কলকাতা: এত দিন ২২ গজে ঝড় তুলেছেন ভারতীয় দলের তরুণ ব্যাটার শুভমান গিল (Shubman Gill)। এবার মাঠের বাইরে বাইরে তরুণীদের মনে ঝড় তুললেন তিনি। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল সারা তেন্ডুলকরের প্রেমে মজেছিলেন গিল। তাঁর খেলা দেখতে প্রায় রোজই মাঠে আসছেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা (Sachin Tendulkar’s daughter Sara)। তবে এই নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে শোনা যাচ্ছে সারা অধ্যায় শেষ! এক বলি সুন্দরী জানিয়েছেন তিনি শুভমানের সঙ্গে ডেট করতে চান।
আরও পড়ুন: নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য!
সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে অতীতে শুভমনের নাম জড়িয়েছে। অবশ্য গিল বা সচিন-কন্যা সারা তাঁরা কেই প্রেমের কথা স্বীকার করেননি। এই সবের মাঝে গুঞ্জন রটেছিল সইফ আলি খানের মেয়ে সারা আলি খান মন দিয়ে বসেছেন গিলকে। লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করেছিলেন তারা। সে সব ছবিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। এক্ষেত্রেও গিল ও সারা আলি খান প্রকাশ্যে কিছু বলেননি। এ বার এক বলিউড অভিনেত্রী সোজাসুজি জানিয়েছেন, তিনি শুভমন গিলের সঙ্গে ডেট করতে চান। বলিউড অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল (Pragya Jaiswal) জানিয়েছেন শুভমানকেই সবচেয়ে ভাল মানাবে? শুভমান গিলকে তাঁর কিউট মনে হয়। ওকে আমার খুব পছ্ন্দ। আর আমি তো সিঙ্গল। ফলে গিলের সঙ্গে তাঁর ডেট করতে চান।
View this post on Instagram
অন্য খবর দেখুন