কলকাতা: বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনে লড়বে জন সুরজ। ঘোষণা করলেন প্রশান্ত কিশোর (Prasant Kishore)। সক্রিয় রাজনীতির ময়দানে ব্যাটিং করতে নামছে প্রশান্ত কিশোর। আগামী বছর বিহার বিধানসভায় একাই সব আসনে লড়বে তার দল জন সূরয (Jan Suraaj)। এমন ঘোষণা করলেন পিকে। সেই নির্বাচন তার দল জন সূরয বিপুল ভোটে জিতে পাটলিপুত্রের ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করলেন পিকে।
আরও পড়ুন: নারী নির্যাতনের মতো অপরাধ! কড়া আইন প্রণয়ণে বার্তা মোদির
২০২৫-এ বিহারে ২৪৩ আসনে বিধানসভা নির্বাচন। নির্বাচনে লড়তে চরছেন প্রশান্ত কিশোরের দল। জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রশান্ত কিশোর। ভোটকুশলী প্রশান্ত কিশোর জানান, ২৪৩ আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই একাই লড়বে তাঁর দল জন সুরজ। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে ৪০ আসনে লড়বেন দলের মহিলা প্রার্থীরা। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদের দল জন সূরয থেকে ৭০-৮০ জন বড়মাপের মহিলা নেত্রী তৈরি হবে। যতক্ষণ না নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তবেই তাঁরা সমতা পাবেন না। আরও দাবি করেন, তাঁর দল ভোটে জিতে সরকার গড়লে বিহারের শ্রমিকদের কাজ খুঁজতে ভিনরাজ্যে পাড়ি যেতে হবে না।
অন্য খবর দেখুন