কলকাতা: সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে (Prasun Chatterjee Arrested) আটক করল ইডি। আরজি করের সেমিনার রুমের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা দিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই খবর। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে।এমনকি নিজেকে সন্দীপের পিএ বলে পরিচয় দিতেন। শুক্রবার সকাল থেকে সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। ৬:৪৫ মিনিট নাগাদ ইডির দলটি হানা দেয় তার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছিল তাঁর বাড়ি।
আরও পড়ুন: সাগরদত্ত হাসপাতালে থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অধ্যক্ষ
দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায়। আরজি করের চিকিৎসকরে মৃত্যুর পরই চর্চায় উঠে আসে প্রসূন চট্টোপাধ্যায়। সেমিনার হলের ভিডিওতেও দেখা গিয়েছিল প্রসূনকে। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন তিনি। অবশ্য নিজেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পিএ বলে পরিচয় দিতেন। শুক্রবার সকালে সন্দীপের একাধিক ঠিকানার পাশাপাশি আরও একাধিক জায়গায় হানা দেয় ইডি। তার মধ্যে ছিল প্রসূনের সুভাষগ্রামের বাড়িতে হানা দেয় ইডি। প্রসূনের প্রতিপত্তিতে দেখে চোখ পকালে ওঠার মতো। সামান্য ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করে কী করে এত বিশাল সম্পত্তির মালিক হলেন তা এখন লাখ টাকার প্রশ্ন।
দেখুন ভিডিও