নয়াদিল্লি: আমেরিকার (US) ইতিহাসে সবচেয়ে প্রবীণ হিসেবে ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট হতে চলেছেন। তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন।’ তাঁর কথায়, আমেরিকাকে আবার সেরা করবেন। এখন বিশ্বের সবথেকে প্রভাবশালী এই দেশের শীর্ষপদগুলিতে কারা থাকবেন তা নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। তাতেই দেখা যাচ্ছে যেসব নাম উঠে আসছে বেশিরভাগেরই বয়স ৪০ থেকে ৪৫-এর মধ্যে। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনিয়র নেতাদের বদলে তাঁদের বেশিরভাগই বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ। টিভি ভাষ্যকার থেকে শুরু করে উদ্যোগপতি রয়েছেন সেই তালিকায়।
প্রতিরক্ষা, গোয়েন্দা, কূটনীতি, অভিবাসন এবং আইন দফতরের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ পদের জন্য কৃতীদের বাছা হচ্ছে। ট্রাম্প ২.০ টিমে অন্তর্ভুক্তদের বেশিরভাগই ৪০-৪৫ বছর বয়সী। বিবেক রামস্বামী ও ইলন মাস্ককে (৫৩)সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছেন। যদিও ২০১৬ সালে ট্রাম্পের প্রথম প্রশাসনের শীর্ষপদে তুলনামূলকভাবে রিপাবলিকান নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রেসিডেন্টের প্রতি আনুগত্য শীর্ষ বিবেচ্য বিষয় হলেও বেসরকারি ক্ষেত্রে দক্ষতা এবার এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: আমেরিকায় প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা
৪০ বছর বয়সের জেডি ভ্যান্স ওহাইও থেকে এক মেয়াদের সেনেটর। মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির একজন উঠতি তারকা। তুলসি গ্যাবার্ড আগে মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছিলেন। ট্রাম্পের পরবর্তী গোয়েন্দা অধিকর্তা হতে তাঁর বয়স মাত্র ৪৩। একইভাবে ফক্স নিউজের ভাষ্যকার পিট হেগসেথ (প্রতিরক্ষা সচিব), লি জেল্ডিন (পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক), এলিস স্টেফানিক (রাষ্ট্রসঙ্ঘের রাষ্ট্রদূত) এবং ম্যাট গেটজের (অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের প্রধান) মতো ট্রাম্পের বাছাইরা রয়েছেন ৪০-৪৫ এর মধ্যে।
দেখুন অন্য খবর: