কলকাতা: ভাইফোঁটায় (Bhaiphota 2024) কার্যত অগ্নিমূল্য বাজার। সবজি থেকে শুরু করে মাছ-মাংস দর গগনচুম্বী। এক নজরে দেখে নিন আজকের বাজারদর। তবে এই দামের সঙ্গে স্থানীয় ও পাইকারি দামের সামান্য হেরফের হতে পারে।
একনজরে ভাইফোঁটায় মাংস ও মাছের বাজার দর,
মাছ:
রুই গোটা: ২০০ টাকা, কাটা: ৩০০ টাকা
কাতলা গোটা: ৩০০ টাকা, কাটা: ৪০০ টাকা
ইলিশ: ১৮০০ থেকে ২০০০ টাকা
ভেটকি: ৬০০ থেকে ৭০০ টাকা
পমফ্রেট: ৫০০ থেকে ৬০০ টাকা
গলদা চিংড়ি: ৮০০ টাকা
তোপসে: ৮০০ থেকে ১০০০ টাকা
আরও পড়ুন: সকাল সকাল পাতে থাক আলুর কচুরি
মাংস:
খাসির মাংস: ৮৬০ টাকা
মুরগির মাংস (দেশি): ৪৫০ টাকা
পোল্ট্রি (গোটা): ১৬০ টাকা, কাটা: ২৪০ টাকা
দেখুন আরও খবর: