নয়াদিল্লি: দেশের ওষুধের মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম ৫০ শতাংশ বাড়াল। এই ওষুধগুলি যার বেশিরভাগই কম খরচে হাঁপানি, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, এবং মানসিক স্বাস্থ্যের রোগের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনটি ঘটেছে কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে কিছু ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিতে বলছে। মূল উপাদানের খরচ, উৎপাদন, এবং মুদ্রা বিনিময় হার বেড়েছে। তাদের জন্য বর্তমান দামে এই ওষুধগুলি উৎপাদন এবং বিক্রি চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছে। কিছু কোম্পানি কিছু ওষুধ তৈরি বন্ধ করার অনুরোধও করেছে কারণ সেগুলি আর উৎপাদনে লাভজনক নয়।
এর আগে ২০১৯ ও ২০২১ সালে একইভাবে প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানো হল বহু ওষুধের। এবছরের এপ্রিল মাসে প্যারাসিটামল সহ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়ানো হল। মে মাসে আবার ৪১টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। এনপিপিএর দাবি, খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ওষুধগুলি তৈরিতে সমস্যা হচ্ছিল। ওই আটটি ওষুধ যাতে বাজারে সবসময় পাওয়া যায় সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: লোকসভা ভোটে মোদির বিরুদ্ধে লড়তে ব্যর্থ জেকেপি নেতা, মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টে
দেখুন অন্য খবর: