Placeholder canvas
HomeScrollনিয়োগ কেলেঙ্কারির দায় জেলা সংসদের উপর চাপালেন মানিক

নিয়োগ কেলেঙ্কারির দায় জেলা সংসদের উপর চাপালেন মানিক

অনন্তকাল কাউকে জেলে আটকে রাখা যায় না, মন্তব্য বিচারপতির

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জন্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকেই দায়ী করলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বৃহস্পতিবার মানিকের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে জানান, নিয়োগের জন্য প্যানেল তৈরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরে সেই প্যানেল প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়। যদি নিয়োগে কোনও অনিয়ম হয়, তা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে হতে পারে। পর্ষদ যে তালিকা পাঠায়, সেখান থেকে হয়ত সবাইকে সংসদ নিয়োগপত্র দেয়নি। সেই জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হতে পারে।

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রায় এক বছর আগে ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। পরে অবশ্য আদালতের নির্দেশে তাঁর পদ খোয়া যায়। একই মামলায় গ্রেফতার হন মানিকের স্ত্রী এবং ছেলে। স্ত্রী অবশ্য আদালতে জামিন পেয়েছেন। মানিকের আইনজীবী আরও বলেন, নিয়োগ দুর্নীতিতে কেউ আমার নাম নিতে পারেন, কেউ আমার নামে টাকা তুলতে পারেন। কিন্তু তার জন্য কি আমাকে দায়ী করা যায়?

আরও পড়ুন:৩০ নভেম্বর পর্যন্ত বালুর ফের জেল হেফাজতের নির্দেশ

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, পর্ষদ অনুমতি না দিলে সংসদ নিয়োগ করবে কী করে। মানিকের আইনজীবী বলেন, সংসদ বেআইনি কাজ করলে তার দায় পর্ষদের উপর বর্তাতে পারে না। বিচারপতির অপর এক প্রশ্নের জবাবে আইনজীবী সন্দীপন ঘোষ জানান, মানিকের কার্যকালে প্রায় ৪৪ হাজার নিয়োগ হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৯৮ জনকে পাওয়া গিয়েছে, যাঁদের নাম পর্ষদ সংসদে পাঠায়নি। কিন্তু তাঁরা নিয়োগপত্র পেয়েছেন।

ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, মানিক এবং তাঁর জেলবন্দি ছেলে সৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক টালবাহানা করছে। চারবার ইডি সেই তথ্য চেয়ে ব্যর্থ হয়েছে। বিচারপতি বলেন, তদন্তের অগ্রগতি নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু তাই বলে কাউকে অনন্তকাল জেলে রেখে দেওয়া যায় না।

আরও অন্য খবর দেখুন

Amherst Street Case | আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে আদালতে মৃতের পরিবার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments