নয়াদিল্লি: রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেনের (Ukraine) যুদ্ধের বিরাম নেই। এবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি তিনি রাশিয়া ভ্রমণ করেছিলেন। ইউক্রেনে নেমে প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে জড়িয়ে ধরেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ১০ ঘণ্টার রেলযাত্রা করে শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন তিনি। সেখানে প্রধানমন্ত্রী গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান।
জেলেনস্কির সঙ্গে ন্যাশনাল মিউজিয়ম অফ হিস্ট্রিতে রুশ হামলায় নিহত শিশুদের স্মৃতিসৌধে যান মোদি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রেখে হাঁটেন তিনি। কিভে মোদিকে স্বাগত জানাতে অনাবাসী ভারতীয়দের ভিড় ছিল। তাঁর নামে জয়ধ্বনিও শোনা যায়। অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ভারতের অবস্থান পরিষ্কার। এটি যুদ্ধের সময় নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবতার এই সঙ্কট কাটাতে হবে। উল্লেখ্য, ১৯৯১ সালের পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী সেদেশে গেলেন।
আরও পড়ুন: মহিলা আইনজীবী লড়ছেন আরজি কর কাণ্ডে ধৃতের পক্ষে
আরও খবর দেখুন