নয়াদিল্লি: দলের ঊর্ধ্বে উঠুন। সংসদের বাজেট অধিবেশন (Budget Session) শুরুর আগে বিরোধী সাংসদদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সবার কাছে তাঁর অনুরোধ, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদেরকে সমর্পণ করুন। আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে। দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, জানুয়ারি থেকে আমাদের যত সামর্থ্য ছিল, যত লড়াই লড়ার ছিল, লড়ে নিয়েছি। সেই পর্ব মিটেছে। এবার নির্বাচিত প্রত্যেক জন প্রতিনিধির দায়িত্ব আগামী পাঁচ বছর দেশের জন্য লড়াই করা। সবাইকে এক হয়ে লড়তে হবে। দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের সমর্পণ করুন। তাঁর বক্তব্যে এদিন উঠে আসে, ২০১৪ সালের পর এমন অনেক সাংসদ ছিলেন, যাঁরা নিজেদের লোকসভা কেন্দ্রের জন্য কথা বলতে পারেননি। নিজেদের বক্তব্যের মাধ্যমে সংসদকে সমৃদ্ধ করতে পারেননি। কারণ, কিছু দলের নেতিবাচক রাজনীতি সংসদের সময়কে নষ্ট করেছে। এর আগে তাঁকে অসাংবিধানিকভাবে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি মোদির। তিনি বলেন, আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীকে চুপ করিয়ে রাখার চেষ্টা হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় এটা মেনে নেওয়া যায় না। যাঁরা করেছিলেন, তাঁদের এই নিয়ে কোনও অনুতাপও নেই।
আরও পড়ুন: সরকারি জায়গা, নদীর চর দখলের অভিযোগ উঠল জলপাইগুড়িতে
আরও খবর দেখুন