কলকাতা: ২০২২ সালের সারোগেসির মাধ্যমে মা হন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বর্তমানে লন্ডনে স্পাই সিরিজ ‘সিটাডেল’-এর শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। হাজার ব্যস্ততার মধ্যে অভিনেত্রী জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। রামমন্দির দর্শন থেকে বাবা নিকের কোনও গানের অনুষ্ঠান বা একসঙ্গে স্বপরিবারে ছুটি কাটানো। প্রতিটি মুহূর্তে স্যোশাল মিডিয়া মালতীকে দেখা যায়। এমনকি শুটিংয়েও মেয়েকে সঙ্গে করে নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। মালতী বাবা বিদেশী ও মা ভারতীয়। মালতীয় মধ্যে ভারতীয়দের বিভিন্ন গুণ সঞ্চারিত হয়েছে। মেয়ে যে একেবারে খাঁটি ভারতীয় প্রমাণই দিলেন প্রিয়ঙ্কা।
আরও পড়ুন: ২ কোটি টাকা দাও, না হলে মরো! ফের হুমকি সলমন খানকে
প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে সেখানে ভ্রমণের বেশ কিছু সুন্দর ঝলকও শেয়ার করেছেন। যেখানে মালতীকে আধো আধো কণ্ঠে হিন্দিতে বাবার সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে নিক জানতে চাইছেন মালতী কেমন আছে। উত্তরে ছোট্ট মেয়ে স্পষ্ট হিন্দিতে বলে, ‘‘ঠিক হুঁ। যা দেখে স্পষ্ট প্রিয়াঙ্কা তাঁর মেয়েকে হিন্দিতেও কথা বলা শেখাচ্ছেন। এই পোস্টে মালতীর হিন্দির প্রশংসায় করেছেন ভক্তরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন