নয়াদিল্লি: শিখ দাঙ্গা মনে করিয়ে প্রিয়াঙ্কা গান্ধীতে (Priyanka Gandhi) ব্যাগ উপহার দিল বিজেপি সাংসদরা। শুক্রবার সংসদে ‘১৯৮৪’ লেখা ব্যাগ নিয়ে আসেন ওডিশার বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি (BJP MP Aparajita Sarangis)। সেই ব্যাগ প্রিয়াঙ্কাকে উপহার দিতে দেখা গিয়েছে। কংগ্রেসের দেখানো পথে হেঁটে এবার পাল্টা ব্যাগ-রাজনীতি বিজেপির। রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কার ওই ব্যাগ রাজনীতি বেশ চাপে ফেলেছিল মোদি সরকারকে। তাই পাল্টা চাপ দিতেই বিজেপি ব্যাগ উপহার দেয় কংগ্রেস নেত্রীকে।
সংসদে শুরু হয়েছে ব্যাগ রাজনীতি। উল্লেখ্য গত সোমবার একটি ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা গান্ধী। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন (Palestine)। প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী সেই ব্যাগ নিয়ে সংসদে জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। পরদিন তাঁর ব্যাগে ছিল বাংলাদেশের হিন্দুদের প্রতি সংহতির বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, দুটি ব্যাগই প্রিয়াঙ্কা সংসদে নিয়ে যান বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশে। শুক্রবার চুরাশির শিখ দাঙ্গার স্মৃতি উসকে বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গী কংগ্রেস নেত্রীকে ব্যাগ উপহার দেন। বিজেপি সাংসদ বলেন, আগের প্রজন্মকে জানা উচিত ৫০ বছর আগে কী করেছিল কংগ্রেস।
আরও পড়ুন: ইভিএম নিয়ে মামলায় ফের বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের
ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়েও সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না মোদি সরকারকে। প্রিয়াঙ্কা দুটি ব্যাগই বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশে সংসদে নিয়ে গিয়েছেল। তাতেই চাপে পড়েছিল বিজেপি। এবার পালটা ব্যাগ উপহার দিয়েই প্রিয়াঙ্কাকে খোঁচা দিল গেরুয়া শিবির।
অন্য খবর দেখুন