কলকাতা: ছেলে সহজকে নিয়ে সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ব্যস্ততার মাঝেও ছেলেকে নিয়ে ছুটি কাটিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কোথায় গেলেন মা-ছেলে মিলে?মন্দারমণি ঘুরে গেলেন অভিনেত্রী। সঙ্গী ছেলে ও পরিবার। সহজের সঙ্গে কাটালেন মজার মুহূর্ত ফ্রেমবন্দি করলেন। মজার মুহূর্তগুলি, পোস্ট করলেন সোশ্য়াল মিডিয়ায়। সমুদ্রের জলে নেমে মা-ছেলের খুনসুটি আনন্দ, জলকেলি। সন্ধ্যা নামার আগে অস্ত যাওয়া সূর্যের সামনে দাঁড়িয়ে হল ফটোসেশন। ডায়েট ভুলে ফাস্টফুড খাবারে মজলেন অভিনেত্রী, সঙ্গী ছেলে সহজ। স্থানীয় বাজার থেকে সমুদ্রের ধারে বসে লাঞ্চ-ব্রেকফাস্ট। সবটাই ক্যামেরাবন্দি করলেন তিনি। রইল বোটরাইডের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram