বসিরহাট: সন্দেশখালিতে (Sandeshkhali) উত্তেজনা থামছে না। মহিলাদের বিক্ষোভের পর এবার গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন বিজেপি (BJP) নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সন্দেশখালি থানার সামনে আইনজীবীর কাছে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
ফের সন্দেশখালিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপি নেত্রী পিয়ালী দাস বসিরহাট মহকুমা আদালতে জামিন নিতে এলে তাঁকে সাত দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও পিয়ালী দাস। আজ, বুধবার সন্দেশখালির গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যান বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি গ্রামবাসীদের অভিযোগ শোনেন। পাশাপাশি বলেন পুলিশ রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি যাচ্ছে। হেনস্থা করছে। অথচ শেখ শাহাজাহানের ভাই ডক্টর সিরাজকে পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কেন সন্দেশখালি আসেননি, এই নিয়ে তিনি কথা বলেন সাধারণ গ্রামবাসীদের সঙ্গে।
আরও পড়ুন: মমতাকে হীরকরানি বলে কটাক্ষ শাহের
আরও খবর দেখুন