নয়াদিল্লি: রাজ্যে ১৫৮৩ টি বুথে চলছে ভোট গ্রহণ। প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি। রয়েছে ওয়েব কাস্টিং এর নজরদারি। গোটা দেশের ১০টি রাজ্যের ২৫ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ঝাড়খণ্ডে বিধানসভা আসন ৮১। প্রথম দফায় আজ ভোট গ্রহণ হচ্ছে ৪৩ টি আসনে। ছত্রিশগড়, মেঘালয়, গুজরাট কেরলে ১টি করে আসনে ভোট গ্রহণ।
দেশের নজর রয়েছে ওয়েনাড়ের দিকে। এই গড় ধরে রাখতে আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। প্রিয়াঙ্কা তাঁর জীবনের প্রথম নির্বাচন লড়ছেন। ২০১৯ সালে ওয়েনাড় (Wayanad) থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি, যা রেকর্ড গড়েছিল ৷ সেবার অবশ্য আমেঠি লোকসভায় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপির স্মৃতি ইরানি। স্মৃতির কাছে পরাজিত হন রাহুল। ২০২৪ সালে এই কেরলের ওয়েনাড় ও উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে দুটি আসনে হন রাহুল গান্ধী। পরে ওয়েনাড় থেকে ইস্তফা দেন। প্রার্থী হন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন:আজ পাঁচ জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন, মোতায়েন ১০৮ বাহিনী
সকাল ৭ টা থেকে কড়া নিরাপত্তার বলয়ে চলছে ভোটগ্রহণ। ওয়েনাড়ে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। ১০ টি রাজ্যের ৩১টি বিধানসভা আসনে এবং কেরলের ওয়েনাড় লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিধানসভা আসনগুলির মধ্যে চারটি তফসিলি জাতি এবং ছয়টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। রাজস্থানের সাতটি, পশ্চিমবঙ্গের ছয়টি, আসমের পাঁচটি, বিহারের চারটি, কেরালায় তিনটি, মধ্যপ্রদেশের দুটি এবং মেঘালয়, গুজরাট, ছত্তিশগড় ও কর্ণাটকের একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিকিমের দুটি আসনে, ৩০ অক্টোবর সিকিম ক্রান্তিকারি মোর্চার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ঝাড়খণ্ডে, ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২৩ জন, তার সহযোগী কংগ্রেস ১৭ জন এবং লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল পাঁচজন প্রার্থী দিয়েছে৷ বিরোধী দল বিজেপি ৩৬জন, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দুইজন এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি সাতজন প্রার্থী দিয়েছে।
আজকের প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং তাঁর ছেলে বাবুলাল সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার স্ত্রী মীরা মুন্ডা, মধু কোডার স্ত্রী গীতা কোডা এবং রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা সাহু৷