Sunday, November 2, 2025
HomeScrollগুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে পানাগড়ে শোভাযাত্রা
Panagarh

গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে পানাগড়ে শোভাযাত্রা

সকলের জন্য খোলা হল লঙ্গর

কাঁকসা: শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানক দেবজির ৫৫৬তম জন্মজয়ন্তী (Nanak Jayanti) উপলক্ষে রবিবার উৎসবের আবহে মেতে উঠল পানাগড় (Panagarh)। সকাল থেকেই পানাগড় বাজারে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। গুরুদুয়ারা থেকে যাত্রা শুরু হয়ে তা প্রয়াগপুর মোড় ও রণডিহা মোড় ঘুরে পুনরায় গুরুদুয়ারাতেই শেষ হয়। শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগে থেকেই পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় এবং গোটা পানাগড় বাজারজুড়ে ছিল কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি (District news)।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ১৮ বাংলাদেশি পুণ্যার্থী

গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও গুরুনানকের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার পর গুরুদুয়ারায় খোলা হয় লঙ্গর (সার্বজনীন ভোজনশালা), যেখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন। সাত দিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যার মধ্যে বুধবার হবে মূল অনুষ্ঠান। গুরুনানকের আদর্শে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে পড়েছে পানাগড়ের সর্বত্র।

দেখুন আরও খবর: 

Read More

Latest News